ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

আমার ভালো থাকা। এডঃ মুহাম্মদ তৌহিদুজ্জামান লিটু

ডেস্ক রিপোর্ট:
আগস্ট ১২, ২০২০ ১:৩৪ অপরাহ্ণ । ২৫১ জন
Link Copied!

তুমি ভালো থাকলে পরে
ভালো থাকে সবই।
তুমি হাসলেই পৃথিবী হাসে
তুমি কাঁদলে বৃষ্টি ঝরে,
তোমায় দেখে প্রকৃতিতে
হাজার রকম রঙ ধরে।
তোমার মনে ব্যথা হলে
সূর্য তখন যায় তলিয়ে,
তোমায় স্নেহের পরশ দিতে
জেগে ওঠে শশী।
তুমি ভালো থাকলে পরে
ভালো থাকে সবই।
তুমি একটু খুশি হলে
হাজার তারার মেলা বসে,
ফুলের সুবাস ছড়িয়ে পড়ে
ভোরে উঠে রবি।
তুমি ভালো থাকলে পরে,
ভালো থাকি আমি।