ঢাকারবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

উত্তরখানে যৌথ অভিযানে চোলাই মদ তৈরির উপকরণসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ঃ
ডিসেম্বর ১৫, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ণ । ২৫ জন
Link Copied!

 

ঢাকা জেলার উত্তরখান থানা এলাকা থেকে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ একজন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর একটি টিম।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন-ম্যাক্সওয়েল ইয়ং পিউরীফিকেশন (৩৭)।

শুক্রবার দিবাগত রাত ০৩:৩০ ঘটিকায় উত্তরখানের গাজীপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫০০ মি.লি. চোলাই মদ ও ৫০ লিটার চোলাই মদ তৈরির তরলজাত উপকরণ উদ্ধার করা হয় ।উত্তরখান থানা সূত্রে জানা যায়, উত্তরখানের গাজীপাড়া এলাকায় হাফিজ উদ্দিনের পাঁচতলা বিল্ডিংয়ের নিচ তলায় একটি ভাড়া বাসায় অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ বেচাকেনা হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উত্তরখান থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম উক্ত স্থানে অভিযানে পরিচালনা করে। চোলাই মদ নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতার করা হয় ম্যাক্সওয়েলকে।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে এমন হাজারো ম্যাক্সওয়েল উত্তরখান ও দক্ষিণ খানের অলিতে গলিতে রয়েছে। থানা পুলিশের আরও তৎপরতা কামনা করছেন তারা।