ঢাকাশুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের কালিয়াকৈরে গজারি বন থেকে অজ্ঞত যুবকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
জানুয়ারি ৩, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ণ । ১৮ জন
Link Copied!

মো: কামরুজ্জামান (কালিয়াকৈর প্রতিনিধি) গাজীপুর :

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্ডলপাড়ায় পলানপাড়া গ্রামের এলাকার সরকারি গজারি বনে থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামা (আনুমানিক ৩৫) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের
পড়নে সাদা কালো চেক টি শার্ট ও খয়েরি কালারের লুঙ্গি রয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারনা যুবকটি নেশাগ্রস্ত প্রচন্ড শীতে তার মৃত্যু হতে পারে । নিহতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পলানপাড়া থেকে ওয়ালটন গেইট চলাচল সড়কের মাঝামাঝি পলানপাড়া সরকারি গজারি বনে ময়লার স্তূপে আগুন লাগানো অবস্থায় গতকাল বুধবার বিকাল থেকেই ওই যুবককে আগুন পোহাতে দেখেন স্থানীয়রা । পরে সকালে ওই আগুনের পাশেই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সকাল ১০ টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায় পুলিশ । তবে নিহত পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি তবে চলমান আছে জানায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে ।