ঢাকাসোমবার , ১৩ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের শ্রীপুরে খেজুরের রস খেতে গিয়ে বলাৎকারের শিকার ৭ বছরের শিশু

ডেস্ক রিপোর্ট:
জানুয়ারি ১৩, ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ণ । ৩৪ জন
Link Copied!

আসাদুজ্জামান
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে খেজুরের রস খেতে গিয়ে ৭ বছর বয়সী এক শিশু বলাৎকারের শিকার হয়েছেন। গত বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। অভিযুক্তরা হলেন, মধ্যে আলামিন ফকির (১৯), আজিজ ফকির (৪০) ও আনু বেগম (৩৭) রয়েছেন।

শিশুর পরিবার জানায়, ওই দিন বিকেলে শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় অভিযুক্ত আলামিন ফকির (১৯) ও তার সহযোগী মোস্তাফিজ ফকিরের ছেলে আজিজ ফকির (৪০) ও আনু বেগম (৩৭) শিশুটিকে খেজুরের রস খাওয়ার প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে যায়। সেখানে তারা পালাক্রমে শিশুটিকে বলাৎকার করে পালিয়ে যায়।

শিশুটি রক্তক্ষরণ অবস্থায় বাড়ি ফিরে এসে পরিবারকে জানায়। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিশুটি বর্তমানে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটির অবস্থার অবনতি হয়েছিল, তবে বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি লাভ করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। তিনি বলেন, ‘অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।’