ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কে অভিনন্দন জানিয়ে বিল্লাল বেপারীর আনন্দ মিছিল

ডেস্ক রিপোর্ট:
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ । ৪২ জন
Link Copied!

হাজ্বীঃআসাদুজ্জামান
স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্প্রতি দেশের প্রতিটি জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এই ধারাবাহিকতায় গাজীপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে দলের অন্যতম কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলনকে আহ্বায়ক, শাহ রিয়াজুল হান্নান কে এক নম্বর যুগ্ম আহ্বায়ক এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে।

তাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় শ্রীপুর পৌর বিএনপির পক্ষ থেকে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়।

গতকাল (২ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এতে হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ, সাধারণ সম্পাদক বিল্লাল বেপারী, সহ-সভাপতি সাইফুল হক মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহজাহান সজল এবং সাংগঠনিক সম্পাদক আহসান কবির মিছিলের নেতৃত্ব দেন। এ সময় শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল বেপারী বলেন, গাজীপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে ত্যাগী, দক্ষ ও জনপ্রিয় নেতাদের দায়িত্ব প্রদান করায় আমরা অত্যন্ত আনন্দিত।

বিশেষ করে আমাদের দীর্ঘদিনের অভিভাবক ফজলুল হক মিলনকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ায় গাজীপুর বিএনপির নেতাকর্মীরা নতুন করে উদ্দীপ্ত হয়েছেন। এছাড়া, শাহ রিয়াজুলহায়দার এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর মতো যোগ্য নেতাদের যুগ্ম আহ্বায়ক করার সিদ্ধান্ত নিঃসন্দেহে সংগঠনের জন্য ইতিবাচক। তিনি আরও বলেন, এই নতুন কমিটির নেতৃত্বে আমরা আরও সুসংগঠিত হবো এবং দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করবো। আমরা বিশ্বাস করি, এই নবগঠিত কমিটি আগামী দিনে গাজীপুর বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং জনগণের ন্যায্য অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে। শ্রীপুর পৌর বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটির নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত হবে এবং রাজপথে শক্তিশালী ভূমিকা রাখবে। আনন্দ মিছিল শেষে দলীয় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করান এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আনন্দ মিছিলের পর আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেছেন।