ঢাকাসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজ দখলবাজ হাইব্রিডদের স্থান বিএনপিতে হবে না,আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক ঃ
ডিসেম্বর ২৩, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ । ৫১ জন
Link Copied!

 

চাঁদাবাজ দখলবাজ এবং ৫ আগস্টের পর যারা হাইব্রিড নেতা হয়েছেন তাদের স্থান মহানগর উত্তর বিএনপিতে হবে না। কর্মিবান্ধব, জনবান্ধন জনসেবার মন মানসিকতা ব্যক্তিদের এবং রাজপথে দীর্ঘ দিন আন্দোলন সংগ্রামে যারা সহকর্মী ছিলেন তাদের নতুন নেতৃত্বের অগ্রভাগে রাখা হবে। সোমবার বিকেলে রাজধানীর উত্তরা ১৩ নং সেক্টর খেলার মাঠে উত্তরা পশ্চিম থানা বিএনপির কর্মি সভা ও রাষ্ট্র মেরামতের বিএনপির ৩১ দফা বিষয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এসব কথা বলেন।

উক্ত কর্মিসভা ও কর্মশালায় মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন, আক্তার হোসেন, আফাজ উদ্দিন, এ এম রাজ্জাক, রেদোয়ান আহমেদ রিয়াজ, সেচ্ছাসেবক দলের মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন, সহ সভাপতি মোস্তফা কামাল হ্রদয়, উত্তরা পশ্চিম থানা বিএনপির আব্দুস সালাম,ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা শিমুল আহমেদ ও শ্রমিক দলের সদস্য সচিব ঢাকা মহানগর উত্তরের কামরুল জামান, মোঃ আলাউদ্দিন, আওলাদ হোসেন, মোস্তফা সরকার, আলমগীর হোসেন শিশির, আমজাদ হোসেন, মীর হোসেন মুসা প্রমূখ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, ৩১ দফা বাস্তবায়নে আমরা সকলে কাজ করছি। আমাদের সকলের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করত হবে। দলের বদনাম হবে এমন কাজ করা যাবে না। গত আন্দোলনে আমাদের দলের ৪২০ জন নেতাকর্মী শহীদ হয়েছে তাদের সকলকে মুক্তিযুদ্ধা হিসেবে সার্টিফিকেট দিতে হবে। এই এলাকায় বিনাভোটে ডামি ভোটে এমপি হয়েছে হাবিব হাসান ও খসরু। বিনাভোটে আর এমপি হওয়ার সুযোগ নেই। তাই জনসম্পৃক্তামূলক রাজনীতি করতে হবে।