ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

জেলা বিএনপি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানাইয়ে প্রয়াতনেতা শাজাহান চঞ্চলের সুযোগ্য পুত্র পলাশ চঞ্চলের উদ্যোগে আনন্দ মিছিল

ডেস্ক রিপোর্ট:
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ । ২৬ জন
Link Copied!

আসাদুজ্জামান
স্টাফ রিপোর্টার

গাজীপুর জেলার নবগঠিত আহবায়ক কমিটিতে ফজলুল হক মিলনকে আহবায়ক, শাহ রিয়াজুল হান্নান ১নং যুগ্ন আহবায়ক এবং চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীকে যুগ্ন আহবায়ক করায় শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে প্রয়াত বিএনপি শাজাহান চঞ্চলের সুযোগ্য উত্তরসরি জেলা যুবদল নেতা পলাশ চাঞ্চল।
আজ বিকেলে প্রয়াত বিএনপি নেতা শাজাহান চঞ্চলের সুযোগ্য উত্তরসরি জেলা যুবদল নেতা পলাশ চাঞ্চলের নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে ২ নং সিএন্ডবি বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন পাপ্পু, ভাওয়াল কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য সোহেল রানা, বিএনপি নেতা সাহাজ উদ্দিন বেপারী খিজির বেপারী প্রমূখ।
এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ গাজীপুর জেলার বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের যোগ্য এবং গ্রহণযোগ্য, ত্যাগী নেতাদের দিয়ে আহবায়ক কমিটি ঘোষণা করায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।