ঢাকাশনিবার , ৯ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালিত 

ডেস্ক রিপোর্ট:
ডিসেম্বর ৯, ২০২৩ ১১:০২ অপরাহ্ণ । ২২৪ জন
Link Copied!

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালিত

গীতি গমন চন্দ্র রায় গীতি বিশেষ প্রতিনিধি::-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৯ডিসেম্বর-২০২৩ শনিবার উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থান গিয়ে শেষ হয়।পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনষ্ঠানটি রানীশংকৈল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বেসরকারি সংস্থা ইএসডিও,ব্রাক,সিডিএ ও গোগর নারী সংগঠন যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।তবে নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাণীশংকৈল ডিগ্রি কলেজের প্রভাষক প্রশান্ত বসাক,উপজেলার কর্মরত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন নেতাকর্মী,সাংবাদিক ও অনলাইন প্রিন্ট ইলেকট্রনিক গণমাধ্যম কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।এবং উপজেলার নারী সংগঠনের জয়িতার হাতে বেগম রোকেয়া সম্মাননা দেওয়া হয়।