রাজধানীর তুরাগের বাউনিয়া পুকুরপাড় এলাকায় হরিরামপুর ইউনিয়নের ইকবাল মাস্টারের ছোট ভাই আতিকের বাড়িতে ভোর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
রবিবার ভোর ৪ টার দিকে ৪/৫ জন মুখোশধারী ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে বাড়ির ভিতর প্রবেশ করে বাড়ির মালিক আতিকের বাবাকে হাত,পা এবং চোখ বেধেঁ বাড়ির লকাড়ে থাকা নগদ ৫৫ হাজার টাকা সহ আতিকুল ইসলামের স্ত্রীর ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।এই ঘটনায় কাউকে চিনতে পারেনি বাড়ির লোকজন।
আতিকের স্ত্রী বলেন, মিথ্যা হত্যা মামলায় আসামি করা হয় আমার স্বামীকে। মামলার পর থেকে আমার স্বামী পালিয়ে বেড়াচ্ছে। আমি নিজেও গত দুইদিন যাবৎ বাবার বাড়িতে ছিলাম। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে ৪/৫ জন ডাকাত আমার শশুর শাশুড়ীকে চোখ এবং হাত বেঁধে সব কিছু লোট করে নিয়ে যায়। খবর পেয়ে সকালে আমি চলে আসি। এখানে এসে দেখি আমার আলমারিতে থাকা মোট ২২ ভরি স্বর্ণ এবং নগদ ৫৫ হাজার টাকা নিয়ে গেছে ডাকাতরা।
ঘটনার পর সকালে খবর পেয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ ওসি রাহাত, দিয়াবাড়ি ফাড়ির ইনচার্জ রওশন, এসআই মানিক মাহামুদ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং আশেপাশের সিসিটিভি চেক করেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে দিয়াবাড়ি ইনচার্জ এসআই রওসন জামান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করেছি এ ঘটনায় মামলা প্রক্রিয়া দিন