গাজীপুরে দলীয় শৃঙ্খলা বঙ্গ এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ায় দলের প্রাথমিক পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এক নেতাকে। উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির ও সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলমের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বিএনপি’র সেই নেতাকে দলের প্রাথমিক পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত বিএনপি নেতার নাম মো. রাসেল মোড়ল
পিতাঃ মৃত.হাবিবুর রহমান মোড়ল (৩৮)। তিনি উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের বাসিন্দা।
তিনি বরমী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।বিগত ৫ই আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাসেল মোড়ল দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে অশালীন আচরণ, গালমন্দ, মারধর করে এবং সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত হয়ে পড়ায় দলীয় ভাবমূর্তি মারাত্বকভাবে ক্ষুন্ন হচ্ছে জানা যায়। রাসেল মোড়লের ঐসব কর্মকান্ডের কারণে তার বিরুদ্ধে শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। উক্ত তদন্ত কমিটির রির্পোটের ভিত্তিতে রাসেল মোড়লের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় দলীয় শৃংখলা ও ভাবমূর্তি বজায় রাখার স্বার্থে তাকে বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পদ সহ বিএনপির প্রাথমিক সদস্যপদ হইতে বহিষ্কার করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম বলেন রাসেল মোড়লের বিরুদ্ধে আনিতো অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।