ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের আগে যা চেয়েছিলেন তাহসান, জানালেন রোজা

ডেস্ক রিপোর্ট:
জানুয়ারি ৬, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ । ৯ জন
Link Copied!

নতুন জীবনে সংগীত-অভিনয়শিল্পী তাহসান খান। বিয়ে করছেন রোজা আহমেদ নামের এক মেকআপ আর্টিস্টকে। ৩ জানুয়ারি রাত থেকেই এটি নিয়ে কথার চালাচালি। গত রাতে নিজের ফেসবুকে তাহসান নবদম্পতির ছবি দিয়ে পূর্ণতা দেন।আজ রবিবার বিয়ের মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন রোজা আহমেদ। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘আমি এমন একজন লোককে পেয়েছি, যিনি করুণাময়। জীবনের জন্য তিনি আমার কাছে চেয়েছিলেন বিশ্বাস, শ্রদ্ধা এবং বন্ধুত্ব। জীবনের জন্য একটি বাড়ি এবং তার চাওয়া সবগুলোর প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি।

সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

গত ৩ জানুয়ারি ছিল তাহসান-রোজার গায়েহলুদ। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে গায়েহলুদ ও বিয়ে সম্পন্ন হয়েছে তাদের।

জানা গেছে, বরিশালের মেয়ে রোজা আহমেদ।উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’। এটি এখন ব্রাইডাল মেকআপ শিল্পের অন্যতম সফল একটি প্রতিষ্ঠান।