ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মনে মনে কথা। এডঃ মুহাম্মদ তৌহিদুজ্জামান লিটু

ডেস্ক রিপোর্ট:
আগস্ট ১২, ২০২০ ১:৫১ অপরাহ্ণ । ১৭২ জন
Link Copied!

মনটা আমার আজকে
তাই ভীষণ ভালো,
তুমি আসবে বলে
আমায় কথা দিয়েছো।
ক্ষণে ক্ষণে ঘড়ি দেখি
সময় নাহি যায়,
দুয়ার খুলে বসে আছি
তোমার অপেক্ষায়।
মাঝে মধ্যে মনের সুখে
গুনগুনিয়ে উঠি,
তুমি আসবে বলে
নতুন গল্প-কবিতা রচি।
এটা করবো সেটা করবো
কত্তো কি যে ভাবি,
তোমার কাছে পারবো আমি
হাজার রকম দাবি।
অবশেষে তুমি যখন
আসলে মোর ঘরে,
সব কিছুই ভুলে গেলাম
তোমায় দেখার পরে।