ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রূপালী বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক করিম আহমেদ এর মেয়ের নিকাহ সম্পূর্ণ

ডেস্ক রিপোর্ট:
জানুয়ারি ১৪, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ । ২১ জন
Link Copied!

রাজধানীর ধানমন্ডি হোয়াইট হল বুফে, গাউসিয়া টুইন পিক, ৯/এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে রূপালী বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক করিম আহমেদ এর তিন কন্যার মধ্যে প্রথম কন্যা রেহনুমা তাবাসসুম মানামীর নিকাহ সম্পূর্ণ হয়। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান শোয়েব আখতার পুষণ এর সাথে রাত ৯ টায় বিবাহ সম্পন্ন হয়।
উক্ত বিবাহ পরিচালনা করেন হাফেজ মাওলানা এ এস এম মোস্তফা কামাল, বিবাহে কাজীর দায়িত্ব পালন করেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ।
প্রায় চার শতাধিক মানুষ নতুন দাম্পত্য জীবনের জন্য দোয়া করেন, দোয়া পরিচালনায় ছিলেন হাফেজ মাওলানা এস এম মোস্তফা কামাল। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকী তিনি বলেন নব দাম্পত্য জীবন সুন্দর হোক তাই প্রত্যাশা করি । গান, বাদ্যযন্ত্র,বুফে খাবার, আনন্দঘন পরিবেশে সবকিছু সম্পন্ন করা হয়। শেষ লগ্নে বিদায়ের সময় পিতা করিম আহমেদ এর চোখের জল এবং কন্যার শীতল চোখের জলে এক আবেগময় পরিবেশের সৃষ্টি করে। করিম আহমেদ আগত সকলের কাছে তার কন্যার জন্য দোয়া প্রার্থনা করেন।
বিবাহ বন্ধনে আবদ্ধ দুজনেই একটি বেসরকারি আমেরিকান কোম্পানিতে কর্মরত রয়েছেন।