ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২০
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

লুকোচুরি। এডঃ মুহাম্মদ তৌহিদুজ্জামান লিটু

ডেস্ক রিপোর্ট:
আগস্ট ১২, ২০২০ ১:৩৬ অপরাহ্ণ । ১৭৬ জন
Link Copied!

আমায় তুমি ভালোবাসো
মুখে স্বীকার করো না,
আমি দুরে যেতে চাইলে
অমনি বলো, ‘যাবে না’।
আমি চোখের আড়াল হলে
জানি তোমার হৃদয় কাঁদে,
কভু আমি জানতে চাইলে
তুমি করো ছলনা।
আমায় তুমি ভালোবাসো
মুখে স্বীকার করো না।
আমায় নিয়ে তুমি ভাবো
সারা দিন রাতি,
যদি আমি জিজ্ঞেস করি
তুমি রেগে বল, ‘হাতি’।
এমনি তোমার গোপন কথা
গোপন কভু থাকে না,
যতই তুমি চেষ্টা করো
ঢাকতে তুমি পার না।
জানি আমায় ভালোবাসো
শুধু মুখে বলো না।।