ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শাকিবের বরবাদের শুটিং শুরু করলেন কলকাতার রিয়া

ডেস্ক রিপোর্ট:
ডিসেম্বর ৩১, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ । ১৫ জন
Link Copied!

শাকিব খানের আসন্ন চলচ্চিত্র ‘বরবাদ’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার অভিনেত্রী রিয়া গাঙ্গুলী। ইতোমধ্যে সিনেমার শুটিংও শুরু করেছেন তিনি। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে কঠোর সময় পার করলেও শাকিবের বিপরীতে পর্দায় অভিনয়ের সুযোগটা হাতছাড়া করতে চাননি রিয়া।

২০২৪ সালটা রিয়ার জন্য বিষাদময় এক বছর বলা যায়।নানা ঝড় বয়ে গেছে অভিনেত্রীর জীবনে। তবে সব কিছুর মধ্যেও নিজের দুই সন্তানকে সামলে কাজের হাত ধরে এগিয়ে গিয়েছেন সামনের দিকে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের খবর, সন্তানসম পোষ্যকে হারানো এই সবকিছুর পরও দারুণ সুখবর দিলেন অভিনেত্রী। শুরু করলেন শাকিবের সঙ্গে শুটিং।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, ইতোমধ্যেই কিছুদিনের শুটিং সেরে ফেলেছেন রিয়া। ‘বরবাদ’-এ খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। ভারতের এক সংবাদমাধ্যমকে রিয়া বলেন, ‘এই চরিত্র নিয়ে বিশেষ কিছু বলতে না পারলেও এটুকু বলতে পারি সম্পূর্ণ ইতিবাচক একটি চরিত্র। যে চরিত্রকে দেখে চোখের জল ফেলতে বাধ্য হবেন দর্শকেরা।এখনও বেশ কিছুদিনের শুটিং বাকি, শাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়নি আমার তবে নতুন বছরে নিশ্চয়ই দেখা হবে এবং অনেক গল্প হবে।

শাকিবের এই সিনেমায় রয়েছে তার ‘প্রিয়তমা’র অভিনেত্রী ইধিকা পালও। ইধিকার সঙ্গে রিয়ার সম্পর্কও বেশ ভালো। ইধিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘ইধিকার সঙ্গে খুব ভাল সম্পর্ক হয়ে গিয়েছে কয়েকদিনেই। আমরা দুই বোনের চরিত্রে অভিনয় করছি।

খুব মিষ্টি একটি চরিত্র। কলকাতা, মুম্বাই এবং বাংলাদেশে এই সিনেমার শুটিং হচ্ছে। ২০২৫-এর ঈদে এটির মুক্তির অপেক্ষায় রয়েছি।’

গত বছরটা খারাপ কাটলেও এই মুহূর্তে কাজ এবং পরিবার নিয়ে ভাল থাকতে চান রিয়া। নিজের জীবনটাকে আরও গুছিয়ে নিতে চান অভিনেত্রী। নিজের ধ্যানজ্ঞান রাখতে চান পর্দাতেই। শাকিবের বরবাদের মাধ্যমে দর্শকরা হয়তো নতুন এক রিয়াকেই দেখতে পাবেন। রিয়ার প্রত্যাশাও তেমনটাই।