ঢাকাশনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ১

ডেস্ক রিপোর্ট:
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ । ২৭৩ জন
Link Copied!

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক ১

তুষার আহম্মেদ

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে আটক হলেন মোঃ রুবেল হোসেন তুহিন(৩৬)নামের এক ভূয়া সাংবাদিক।সে সিরাজগঞ্জ জেলার সদর থানার কান্দাপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলাম তালুকদারের ছেলে বলে জানা গেছে। বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানার ভোগরা বাইপাস এলাকার আমজাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি ও মালামাল লুটে নেয়।

উপজেলার চন্দ্রা এলাকার ”আবরণী ফ্যাশনে”র স্বত্বাধিকারী আসলাম সিকদার জানান,আটককৃত  ভুয়া সাংবাদিক রুবেল হোসেন তুহিন আমার পাশের ফার্মেসিতে ঢুকে সাজিয়ে রাখা ঔষধ তছনছ করেন ফার্মেসির মালিক পানি আনতে বাইরে গেলে ওই সুযোগে সে ক্যাশ বাক্স খুঁজতে থাকেন, ওই মুহূর্তে দোকানের মালিক এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন এক পর্যায়ে ওই লোক নিজেকে সিরাজগঞ্জের সাংবাদিক পরিচয় দেন।এতে স্থানীয়দের আরো সন্দেহ হলে  দেখা যায় গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার কালিয়াকৈরের চন্দ্রাতে এসে সাংবাদিক পরিচয় দিয়ে গেঞ্জি,প্যান্টসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়”।

খবর পেয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক(এস আই)সাজিদ আহমেদ ঘটনাস্থলে গিয়ে ভুয়া সাংবাদিককে তার হেফাজতে নেন।এসআই সাজিদ আহমেদ জানান,স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে এসে কথিত ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী এক রুবেল হোসেন তুহিন নামের ব্যক্তিকে হেফাজতে নিয়েছি এবং সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করেছেন বলে দায় স্বীকার করেছেন।এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।