ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কলমাকান্দা ও দুর্গাপুরে যাকাত ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট:
ডিসেম্বর ৩০, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ । ২৬ জন
Link Copied!

এইচ এম মাহমুদ হাসান। 

 

নেত্রকোণা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় অসহায় শীতার্তদের মাঝে জাকাত ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শুক্র ও শনিবার (২৭ ও ২৮ ডিসেম্বর ২০২৪) নেত্রকোণা ডেভেলপমেন্ট ফোরাম ও লেঙ্গুরা ট্যুরিজমের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্রের মধ্যে ছিল কম্বল ও শাল।

জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার সিনিয়র কর্মকর্তা মাসুদ, র্বিশিষ্ট সমাজ সেবক মো.আবুল হাসেম ও আবদুর রাাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নেত্রকোণা ডেভেলপমেন্ট ফোরামের সহসভাপতি ও লেঙ্গুরা ট্যুরিজমের প্রতিষ্ঠাতা আবদুল মতিন শীতার্তদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন।