ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কাপাসিয়ায় কোমলমতি এতিম শিশুদের মাঝে সরকারি কম্বল বিতরন:

ডেস্ক রিপোর্ট:
জানুয়ারি ১৮, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ । ২৫ জন
Link Copied!

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

কনকনে শীতে কাঁপছে সারা দেশ। এতে চরম বিপাকে পড়ছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার গরিব-দুঃখী শীতার্ত মানুষ। এ সময় শীতার্তদের পাশে দাড়াতে গভীর রাতে শীতবস্ত্র (কম্বল) নিয়ে অসহায়দের দ্বারে দ্বারে ছুটছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম।
এ বছর চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রকৃত দুস্থদের কাছে কম্বল বিতরণ করতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। ব্যতিক্রমের অংশ হিসবে গভীর রাতে হঠাৎ করেই উপজেলার সদর ইউনিয়নের বেপারি পাড়া এলাকায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে দেখা যায় এছাড়া আজ শনিবার (১৮ জানুয়ারি) সনমানিয়া ইউনিয়নের চণ্ডালহাতা এতিমখানা মাদ্রাসায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাদ্দকৃত কম্বল হতদরিদ্র এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন মৃধা’র নেতৃত্বে বিতরণ করা হয়।
এ সময় হাফেজ মোহাম্মদ মাজেদুল ইসলাম, মুফতি আসাদুজ্জামান,হাফেজ মনিরুজ্জামান, বিশিষ্ট দলিল লেখক মোবারক হোসেন মৃধা,সনমানিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কবির হোসেন,শফিকুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

সূত্র জানায়, কিছুদিন ধরে নির্বাহী কর্মকর্তা নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এতিম খানা, লিল্লাহ বোর্ডিং, হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি অসহায় শীতার্ত ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) করেন। দুস্থ,অসহায়, এতিম কোমলমতি ছাত্ররা শীতবস্ত্র পেয়ে আবেগে আপল্লুত হয়ে পড়েন। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে বরাদ্দকৃত এই কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে জানা যায়।