ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জের যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক-৬

ডেস্ক রিপোর্ট:
জানুয়ারি ১৮, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ । ৩৩ জন
Link Copied!

এইচ এম মাহমুদ হাসান।

মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়া চরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয় জনকে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি। এই সময় দুইটি ড্রেজার জব্দ করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) এনামুল হক। তিনি জানান, নৌ পুলিশ, ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার  আব্দুল্লাহ আল-মামুনের নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা প্রতিনিয়ত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) এনামুল হক, এসআই/মেহেদী হাসান অপূর্ব, এসআই/মো: মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ একটি দল অদ্য ১৭/০১/২০২৫ ইং তারিখ বিকাল ১৫:১০ ঘটিকার দিকে আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ০২ (দুই) টি ড্রেজারসহ ০৬(ছয়) জনকে আটক করে।

আটককৃত আসামিরা হলেন- ১) মো: হোসেন, ২) আবু তালেব, ৩) মো: সাইদুল খান, ৪) মো: ইমাম হোসাইন, ৫) মো: সামাদ শেখ, ৬) মো: মুতছালিন বাহাদুর। আটককৃত ড্রেজার দুটির মূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে শিবালয় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।