এইচ এম মাহমুদ হাসান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার উদ্যেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকাল ৪টায় উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং অফিস সম্পাদক জি এম আসলামের পরিচালনায় এসব শীতবস্ত্র উপহার দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন ড. শফিকউল্লাহ মাদানী, জাতীয় বিশ্বিবিদ্যালয়ের ডিরেক্টর, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব সাহাব উদ্দিন ও ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সেক্রেটারী, বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে উত্তরাবাসীর প্রতি জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সাথে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে বলেন।