আসাদুজ্জামান
বিশেষ প্রতিনবধি গাজীপুর :
আজ ২৬ জানুয়ারি, ২০২৫ তারিখে গাজীপুর জেলায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এই অভিযানে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘন এবং অবৈধ পলিথিন শপিং ব্যাগ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানের বিবরণ:
১. বায়ু দূষণে অভিযুক্ত প্রতিষ্ঠান: মনির এন্টারপ্রাইজ (কড্ডা), অয়ন এন্টারপ্রাইজ (ভোগড়া বাইপাস),
২. পলিথিন বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার: কোনাবাড়ি আড়ত কাচাবাজারের চারটি দোকান।
২. জরিমানা: বায়ুদূষণ ৭০,০০০/- + পলিথিন ১৫,০০০/-=মোট ৮৫,০০০ (পঁচাশি হাজার) টাকা।
৩. জব্দ: প্রায় ৭০০ কেজি অবৈধ পলিথিন।
মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন জনাব আবদুল্লাহ আল মামুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মিজানুর রহমান, সহকারী পরিচালক , পরিবেশ অধিদপ্তর, গাজিপুর। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মইনুল হক, পরিদর্শক উম্মে হাবিবা আজ জোহরা ও জেলা পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তর জনসাধারণকে পরিবেশ সংরক্ষণে সচেতন থাকার আহ্বান জানিয়েছে এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।