ঢাকাবুধবার , ২৯ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ইজতেমায় মুসল্লিদের জন্য মেডিকেল সেবা, পানি, শুকনো খাবারের ব্যবস্থা করা হবে:এম মঞ্জুরুল করিম রনি

ডেস্ক রিপোর্ট:
জানুয়ারি ২৯, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ । ২৬ জন
Link Copied!

সাইফুল ইসলাম গাজীপুর ঃ-  ইজতেমায় মুসল্লিদের জন্য মেডিকেল সেবা, পানি, শুকনো খাবারের ব্যবস্থার কথা জনিয়েছেন গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

আজ বুধবার (২৯ তরিখ) সকালে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার মাঠ পরিদর্শন করে গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, সাংবাদিকদের এসব কথা বলেন।এসময় তিনি বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো করা হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইজতেমা নিরাপদে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করে ।

ইজতেমা ময়দানে আসা মুসল্লিদের মহানগর বিএনপির পক্ষ থেকে ভ্রাম্যমান মেডিকেল সেবা, পানি, শুকনো খাবার সহ সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বলেন, প্রশাসন মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করবে আর বিএনপি প্রয়োজন হলে তাদের সহযোগিতা করবে।

এছাড়াও তিনি ইজতেমায় অংশগ্রহণ করা বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।ইজতেমা ময়দান ঘুরে ঘুরে তাদের খোঁজখবর নেন।

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা, আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি এবং ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।