আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার :
গাজীপুরের কাপাসিয়ায় এক শিশুকে হত্যা করে লাশ ব্যাগে ভরে বালুর স্তূপের পাশে ফেলে রাখার ঘটনা ঘটেছে।
বুধবার সকালে উপজেলা সদরের মধ্যপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাজিদ আহমেদ সাফাত (৬) দস্যুনারায়ণপুর এলাকার সৌদি প্রবাসী সোহাগ মিয়ার ছেলে। সে বঙ্গতাজ প্রি-ক্যাডেট একাডেমির নার্সারির ছাত্র ছিল।
শিশুটির পরিবার জানায়, সাফাত তার নানার বাড়িতে বেড়াতে এসে মঙ্গলবার দুপুরের পর নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে সন্ধ্যায় থানায় সাধারণ ডাইরি করা হয়।
সাফাতকে হত্যা করে লাশ একটি প্লাস্টিকের ব্যাগে ভরে বালুর স্তূপের কাছে ফেলে রাখা হয়েছিল। স্থানীয় কয়েকজন ব্যাগটি দেখতে পেয়ে স্বজনদের জানান।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।