ঢাকারবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের কালিয়াকৈরে ভুয়া ১ পুলিশ সদস্য আটক

ডেস্ক রিপোর্ট:
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ । ৩১ জন
Link Copied!

মো: কামরুজ্জামান, কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে ১ ভুয়া পুলিশ সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছিনতাইকারী মশিউর রহমান (২৯) রোববার দুপুরে উপজেলার চন্দ্রা এলাকার ওয়ালটন কারখানার সামনের মহাসড়কে একটি অটোরিকশা থামান। এ সময় তিনি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে রিকশায় থাকা একজন নারী যাত্রী ও চালকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেন। এতে অই মহিলা কান্না শুরু করলে স্থানীয় কিছু লোকজন ছুটে এসে তাকে আটক করে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার এসআই আব্বাস ঘটনা সঠিক নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।