ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
ডিসেম্বর ১, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ণ । ৩৭৯ জন
Link Copied!
স্বাধীন বিডি.কম পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাশকতার পরিকল্পনা মামলার পলাতক আসামি টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ২৬ অক্টোবর টঙ্গী কলেজগেট এলাকায় বিএনপি নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনাকালে ৫৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে, ৬৯ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত ৮০/৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে পুলিশ।

ওই মামলার ৫৯ নম্বর আসামি হিসাবে পলাতক ছিলেন জাবেদ আহমেদ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।