ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

আমাদের লক্ষ্য জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া: ইসি আহসান হাবিব

ডেস্ক রিপোর্ট:
ডিসেম্বর ১, ২০২৩ ১২:০৩ অপরাহ্ণ । ২৫০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, সারাদেশের মানুষ, রাজনৈতিক দলসহ সবার চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন। সাংবিধানিকভাবে এ গুরুদায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। শপথ নেওয়ার পর থেকে আমাদের একমাত্র লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া। আমাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করার। এজন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

সোমবার (২৭ নভেম্বর) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, গোয়েন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দিকনির্দেশনামূলক সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার খন্দকার ইয়াসির আরেফিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।