ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ২ আসনে নতুন মুখ, বাদ পড়লেন যারা

ডেস্ক রিপোর্ট:
ডিসেম্বর ১, ২০২৩ ১২:০৩ অপরাহ্ণ । ২৪৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএম কামাল হোসেন, মো. রশিদুজ্জামান, পঞ্চানন বিশ্বাস, মন্নুজান সুফিয়ান, আকতারুজ্জামান বাবু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। ঘোষিত মনোনয়নের তালিকা অনুযায়ী খুলনার ছয়টি আসনের দুটিতে এসেছেন নতুন মুখ। অপর একটিতে জায়গা পেয়েছেন সাবেক সংসদ সদস্য। বাকি তিনটি আসনে পুরোনোরাই থাকছেন নৌকার মাঝি। রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নামগুলো ঘোষণা করেন।

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ননি গোপাল মন্ডল, খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে মো. রশিদুজ্জামান।