ঢাকাশনিবার , ৯ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন 

ডেস্ক রিপোর্ট:
ডিসেম্বর ৯, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ । ২৭৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন

গীতি গমন চন্দ্র রায় ঠাকুরগাঁও প্রতিনিধি::-

ঠাকুরগাঁওয়ে ৯ ডিসেম্বর -২০২৩ শনিবার দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও দুর্নীতি বিরোধী ব্যানারে বেলুন উড়িয়ে দিয়ে দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়।

জানা যায়,প্রতিপাদ্য বিষয় “উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”।এই প্রতিপাদ্য কে নিয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাহসিন মুনাবীল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃমাহবুবুর রহমান,বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃসোলেমান আলী,অতিরিক্ত পুলিশ সুপার(হিসাব ও অর্থ)লিজা বেগম,পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা,ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনতোষ কুমার দে,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন প্রমুখ।

সে সময় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।