ঢাকাসোমবার , ১১ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে হত্যার ৪৮ ঘন্টার মধ্যে আসামি  গ্রেফতার। 

ডেস্ক রিপোর্ট:
ডিসেম্বর ১১, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ । ৭৬৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈরে হত্যার ৪৮ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার।

তুষার আহম্মেদ::কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের প্রধান আসামি লিয়াকত(৩৫) কে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।কালিয়াকৈর উপজেলার হাবিব পুর আজুলি পাড়া এলাকার সামসুল হকের ছেলে লিয়াকত । কালিয়াকৈর থানার ওসি(তদন্ত) মোহাম্মদ সাব্বির রহমান জানান, গত শুক্রবার রাতে উপজেলার আজুলি পাড়ার নিজ বাড়িতে ফিরছিলেন খলিলুর রহমান। পথিমধ্যে খুনি লিয়াকত (৩৫) খলিলুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে দেহ হতে পা বিচ্ছিন্ন করে ফেলে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খলিলুররহমানকে মৃত ঘোষণা করেন। খলিলুরের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে কালিয়াকৈর থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে গত রবিবার রাতে টাংগাইল থেকে খুনি লিয়াকত কে গ্রেফতার করতে সক্ষম হয়।গত কাল দুপুরে আসামি কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি(তদন্ত)মোহাম্মদ সাব্বির রহমান।