ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে বিকাশ কর্মীকে অপহরণের চেষ্টা  দুই লক্ষাধিক টাকা ছিনতাই। 

ডেস্ক রিপোর্ট:
ডিসেম্বর ১৩, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ । ১৬৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈরে বিকাশ কর্মীকে অপহরণের চেষ্টা

দুই লক্ষাধিক টাকা ছিনতাই।

তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে মোবাইল ব্যাংকিং বিকাশের এক কর্মচারীকে অপহরণকালে জামাই শশুর সহ ছিনতাইকারী দলের তিনজনকে আটক করেছে জনতা।গতকাল

দুপুরে কালিয়াকৈর উপজেলার কালামপুর মাটিকাটা রেললাইন বাজার এলাকায়এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শশুড় কালিয়াকৈর পৌরসভার কালামপুর বল খেলার মাঠ এলাকার হোসেন মিয়ার ছেলে আবু তাহের ও তার মেয়ের জামাই টাঙ্গাইল জেলার মধুপুর থানার জটাও বাড়ীর আজাহার আলীর ছেলে মনির (৩৫)।

স্থানীয় রেললাইন বাজার কমেটি ও পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে মোবাইল ব্যাংকিং বিকাশের ওই কর্মী কালামপুর মাটিকাটা রেললাইন বাজারে টাকা সরবরাহের এর কাজে যায়। কাজ শেষে ফেরার পথে অভিযুক্ত জামাই শশুড় একটি সাদা মাইক্রোবাস নিয়ে তার গতিরোধ করে জোরপূর্বক গাড়িতে তুলেন। বিকাশ এজেন্ট কর্মীর ডাকচিৎকারে পথচারী ও বাজারের লোকজন ছুটে এসে গাড়িসহ জামাই শশুড়কে আটক করে গণধুলাই দেন। পরে পুলিশের কাছে সোপর্দ করেন। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো: সাব্বির রহমান জানান, মাইক্রেবাস সহ অভিযুক্তদের থানায় আনা হয়েছে।বিকাশ এজেন্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এ ব্যপারে মামলার প্রক্রিয়া চলছে।