ঢাকারবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পেলেন এস.আই টুটুল উদ্দিন

ডেস্ক রিপোর্ট:
ডিসেম্বর ৩১, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ । ১১০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পেলেন এস.আই টুটুল উদ্দিন
তুষার আহম্মেদ
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি :
মানিকগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ টুটুল উদ্দিন গতিশীল দক্ষতার স্বিকৃতি সরূপ পুলিশ পরিদর্শক ( ইন্সপেক্টর) পদে পদোন্নতি পেয়েছেন।
তিনি মানিকগঞ্জে কর্মরত অবস্থায় ঢাকা রেঞ্জের ( বিভাগের) শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা পদক ও সনদ প্রাপ্ত হয়েছেন। এছাড়াও তার সফলতার তালিকায় ২ বার মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই ওয়ারেন্ট তামিল অফিসার হিসেবে মনোনীত হওয়া ও জেলার শ্রেষ্ঠ বিট পুলিশিং কর্মকর্তার গৌরব অর্জন করেছেন তিনি। এছারাও পুলিশের নানা ঝুঁকিপূর্ণ কাজে অসামান্য অবদান রাখার স্বিকৃতি সরূপ ভূষিত হয়েছেন নানা সম্মাননা ও পুরস্কারে।
মোঃ টুটুল উদ্দিন ২০১২ সনে সরাসরি পুলিশের উপ-পরিদর্শক ( এসআই) হিসেবে যোগদান করেন। এরপর পুলিশের বিশেষ শাখায় ( এসবি) ৪ বছর দক্ষতার সাথে দায়িত্ব পালন করে মানিকগঞ্জ সদর থানায় যোগদান করেন। মানিকগঞ্জ সদর থানায় নানা সফলতার মাঝেই পদোন্নতি পেলেন পুলিশ পরিদর্শক পদে।

এ বিষয়ে মোঃ টুটুল উদ্দিন জানান, মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়াহ,। বিশেষ কৃতজ্ঞতা বাংলাদেশ পুলিশের উর্দ্বতন কর্মকর্তাদের প্রতি। মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান পিপিএম (বার) সহ সকল সিনিয়র অফিসার যাদের দিক নির্দেশনায় আমি সব সময় কাজের প্রতি অনুগত থেকে সফলতার সাথে দায়িত্ব পালন করতে পেরেছি। এবং মানিকগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা।