ঢাকাবুধবার , ৩ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কার কাছে কই মনের কথা

ডেস্ক রিপোর্ট:
জানুয়ারি ৩, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ । ২৪৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার কাছে কই মনের কথা

 

আফরোজা আহম্মেদ:

আমি ভালোবেসেছি,

ভালোই আমাকে বাসোনি কোনওদিন

তাই গোপন অভিমানে চিরনিদ্রায় শায়িত

আমি এক জীবন্ত লাশ।

তোমাকে খুব মনে পড়বে জানি, কিন্তু আর কখনো

দেখতে চাইবোনা

আর কখনো হতে চাইবোনা তোমার স্পর্শের ফুল

রাজনীতি তুমি ভালোই বোঝো

শুধু বোঝোনা কারও মন,অন্ধকারেও জেগে ওঠা

একজোড়া চোখ

অভিমানটা খুব দানা বেঁধেছিলো বুকের বা পাশটায়

তার পরিবর্তে তুমি চাইলেই হতে পারতো ফুলের বাগান

রঙিন প্রজাপতির ওড়াউড়ি।

বুকের ডান পাশটা হতো ভালোবাসার নদী

ভালোবাসাকে খুঁজতে গিয়ে হেঁটেছি ভুল পথে

অবশেষে বুঝতে পারলাম আমিই ভালোবেসেছি

ভালোই আমাকে বাসোনি কোনওদিন

চারপাশে এতো অন্ধকারের হাতছানি চোরা পথ চোরা গলি

কার কাছে কই মনের কথা।

আফরোজা আহম্মেদ

লেখক ও আবৃত্তিকার

কালিয়াকৈর,গাজীপুর