ঢাকাশুক্রবার , ৫ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ পুলিশ লাইন্সে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

ডেস্ক রিপোর্ট:
জানুয়ারি ৫, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ । ৪০৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ পুলিশ লাইন্সে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত”

 

নিউজ ডেস্ক :: ০৫ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রোজ শুক্রবার সকাল ১১:০০ ঘটিকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ জেলায় ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জ জেলার ০৯টি থানার ৬৩৫টি ভোট কেন্দ্রে আগামী ০৭ জানুয়ারি ২০২৪খ্রিঃ তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন জনাব আক্তার হোসেন, বিপিএম-সেবা, পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়।

ব্রিফিংয়ে সম্মানিত পুলিশ সুপার বলেন, “আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। আমাদেরকে একটি টিম হিসেবে সবার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সকল পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

উক্ত ব্রিফিং প্যারেডে জনাব হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব মোহাম্মদ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, জনাব নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, ডিআইও-১, ডিএসবিসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ ও নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।