ঢাকারবিবার , ৭ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
জানুয়ারি ৭, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ । ৩৯৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

 

তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের জালশুকা এলাকায় নদীর পানিতে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাতে নদীতে পড়ে নিখোজ হওয়ার ১৪ ঘন্টা পর রোববার দুপুরে ডুবুরী দল লাশ উদ্ধার করে। নিহত হলেন, উপজেলার জালশুকা এলাকার আলী হোসেনের ছেলে মিথিল হোসেন(১৮)।

এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায়, শনিবার রাতে মিথিল তার কয়েকজন বন্দুকে নিয়ে নদীর পাড় দিয়ে কথা বলতে বলতে হাটছিল এ সময় সে নদীতে পড়ে যায়। পরে তার বন্ধুরা অনেক খোজাখুজি করে না পেয়ে বাড়ীতে খবর দেয়। রাত ভর তাকে না পেয়ে সকালে ডুবুরী দল এসে লাশ উদ্ধার করে। পরে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। রোববার দুপুরে তার নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন,সংবাদ পেয়ে ডুবুরী দল প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করে। পরে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।