ঢাকামঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

জীবন থেকে নেয়া – সোমা মুৎসুদ্দী

ডেস্ক রিপোর্ট:
জানুয়ারি ৩০, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ । ৬৪৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জীবন থেকে নেয়া

সোমা মুৎসুদ্দী

 

ছেলেটিকে জীবন থেকে নেওয়া

মেয়েটিকেও তাই

ছেলেটি রোজ দু’বেলা খাবারের সন্ধানে কারখানায় খাটে,

মেয়েটাও মাসিক আটহাজার টাকায় গার্মেন্টসে মেশিন ঘোরায়।

অথচ ওদের ভাগ্য পরিবর্তনের মেশিন কেউ ঘোরায় না।

ধরুন ছেলেটি কোনও বড়লোক ঘরের,

ধরুন মেয়েটাও তাই।

যদি ওরা প্রেমিক যুগল হতো,

কবিতার হাতছানি দিয়ে ডেকে নিতো একে অপরকে

মুগ্ধতায় হারিয়ে যেতো অন্য জগতে।

কিন্তু বাস্তব বড়ই কঠিন, ছেলেটির হাতে ফুলের বদলে কারখানার কালি

মেয়েটির হাতে একটি কবিতার বইয়ের পরিবর্তে সেলাই মেশিন

চরিত্রগুলো জীবন থেকে নেয়া

চরিত্রগুলো সাদা-কালো

চরিত্রগুলো আমি, আপনি অথবা

আমাদের চারপাশের।