ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বিগত স্বৈরাচার সরকার কর্তৃক সকল মিথ্যা মামলা সমূহ নিষ্পত্তি শীর্ষক মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট:
ডিসেম্বর ১২, ২০২৪ ৯:৫০ পূর্বাহ্ণ । ১৫৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিগত স্বৈরাচার সরকার কর্তৃক সকল মিথ্যা মামলা সমূহ নিষ্পত্তি শীর্ষক মতবিনিময় সভা

এইচ এম মাহমুদ হাসান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নাসরুল হামিদ মিলনায়তনে ১১ই ডিসেম্বর বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে বিগত স্বৈরাচার সরকার কর্তৃক সকল মিথ্যা মামলাসমূহ নিষ্পত্তি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মীর ইদ্রিস, যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইয়েদ মাহফুজ খন্দকার, ব্যারিস্টার এম সারোয়ার হোসেন ,হেফাজতে ইসলামের
নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী,
, মুফতি মোহাম্মদ শরিফুল্লাহ, সহ প্রচার সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ, মুফতি ফখরুল ইসলাম, মহাসচিব বাংলাদেশ খেলাফত আন্দোলন, মাওলানা মোঃ ইসাক খান, আতাউর রহমান বিক্রমপুরী, আহমদ রফিক, মোঃ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ আশিক আল আবিদ, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন, মোঃ ইমরান হোসাইন, সভাপতি বাংলাদেশ ছাত্র জমিয়ত, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল মাহমুদ ফয়েজী
বলেন, সবাই যখন মুক্তি পেল আমার ভাই জেলে কেন? মুন্নি সাহা গ্রেফতার হয়ে ছাড়া পায়, সাবের হোসেন চৌধুরী হত্যা মামলার আসামি হয়েও ছাড়া পায় কিন্তু আমাদের বহু আলেমরা ফ্যাসিস্ট সরকারের আমলে বিনা কারণে বিচারবিহীন কারা বরণ করেছিল এখনো ছাড়া পায়নি। শুধুমাত্র ভারত বিরোধীতার কারণে। তিনি আরো বলেন, হেফাজত ইসলাম সহ রাজনৈতিক এবং অরাজনৈতিক নেতাকর্মী, এখনো তারা কারাগার থেকে মুক্তি পায়নি। তাই আমি উপদেষ্টাদেরকে বলবো ফ্যাসিস্ট সরকারের আমলে যারা মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছিল কারাগার থেকে মুক্তি পায়নি তাদেরকে মুক্তি দিন। নইলে হেফাজতে ইসলাম যদি শুধু ঢাকার রাস্তায় বসে থাকে তবে বর্তমান উপদেষ্টারা হাসিনার চেয়েও নির্মমভাবে পালাতে হবে।

বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশে স্বাধীনতা আসলেও অনেকেইর কারামুক্তির ব্যাপারে বৈষম্য রয়ে গেছে । আওয়ামী সরকারের আমলে যারা নির্বিচারে নির্যাতনের শিকার হয়েছিল কারা বরণ করেছিল মামলা হামলার শিকার হয়েছিল। এখনো অনেকেই কারাগার থেকে মুক্তি পায়নি । মামলা থেকে অব্যাহতি পায়নি। বৈষম্য রয়েই গেছে।
সেই বৈষম্য দূর করতে আজকে আমাদের এই আন্দোলন সবাই যখন মুক্তি পেল আমার ভাই ছেলে কেন? যেখানেই বন্দিদের উপর বৈষম্য হবে সেখানেই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন প্রতিরোধ গড়ে তুলবে।