ঢাকারবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক ঃ
ডিসেম্বর ১৫, ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ণ । ৫৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ মোল্লা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান,উপজেলা প্রকৌশলী মাইন উদ্দিন, সমাজসেবা অফিসার রুহুল আমিন, প্রেস ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আলোচনার শুরুতে বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।