ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভারতের কিছু খেলোয়াড়কে ‘মিথ্যাবাদী’ বললেন সাবেক উইকেটকিপার

ডেস্ক রিপোর্ট:
জানুয়ারি ১, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ । ৪২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেলবোর্ন টেস্টে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা জয়সওয়ালকে আউট দিয়ে যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, তা নিয়ে এখনও আলোচনা-সমালোচনা চলছেই। সেই আলোচনায় এবার যুক্ত হলেন ভারতের সাবেক ক্রিকেটার সুরিন্দর খান্না। সাবেক এই উইকেটকিপার-ব্যাটসম্যান এই ঘটনায় তীব্র সমালোচনা করেছেন ভারতীয় দলের। তিনি ভারতের কিছু খেলোয়াড়কে সরাসরি ‘মিথ্যাবাদী’-ও আখ্যা দিয়েছেন।ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের সঙ্গে এই আউট নিয়ে কথা বলেছেন সুরিন্দর খান্না। তিনি বলেন, ‘বিতর্ক তৈরির মতো কিছু ছিল না। চারটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। বল গ্লাভসে লেগেছে আর তাতেই গতি কমে উইকেটের পিছনে ক্যারির হাতে চলে গেছে।এ ছাড়া, আকাশ দীপেরও সমালোচনা করেছেন তিনি। আকাশও আউট হওয়ার পর একই কথা বলেছিলেন। খান্না বলেন, ‘আকাশ দীপও আউট হওয়ার পর একই কথা বলেছিল। এরা মিথ্যাবাদী।

আপনাকে সৎ হতে হবে, তারপরই জিতবেন। হাতে ব্যাট থাকলে বলা কানায় লেগেছে কি না সেটি আপনি না বুঝে পারেন কীভাবে? ঘটনা হলো আমরা বাজে খেলেছি ও হেরেছি।’

ভারতের ব্যাটিং নিয়ে খান্না আরো বলেন, ‘ওরা কেমন ধরনের ব্যাটিং করছে? আইপিএল আসুক, দেখবেন ফর্ম ফিরে পাবেন তারা। অতি আক্রমণাত্মক ব্যাটিং না করে ইতিবাচক খেলা উচিত। নতুন বছরে ভারত দলের ভাগ্য পাল্টাবে বলে আশা করছি।এই ঘটনার পর ক্রিকেট সংশ্লিষ্টরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মাসহ অধিকাংশ ক্রিকেটাররা বিশ্বাস করেন যে শরফুদ্দৌলা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার ও বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লার মতে, প্রযুক্তির ওপর ভরসা রেখে টিভি আম্পায়ারকে নট আউট ঘোষণা করা উচিত ছিল।