ঢাকামঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জাগরণ শিক্ষা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় জাগরণ বৃত্তি-২০২৪ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:
জানুয়ারি ২৮, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ । ৪৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় জাগরণ শিক্ষা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় জাগরণ বৃত্তি-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি)  বিকেলে ঢাকা রয়েল ক্লাবের হল রুমে শিক্ষার্থীদের মাঝে এই জাগরণ বৃত্তি-২০২৪ প্রদান করা হয়।

অনুষ্ঠানে গ্রুপ ডিফিউশনের চেয়্যারম্যান ও ঢাকা রয়েল ক্লাবের সভাপতি জহির রায়হান প্রধান অতিথির হিসেবে উপস্থিত হয়ে বলেন, আমাদের বাচ্চাদেরকে শিক্ষা পাশাপাশি মানবিকতা শেখাতে হবে। পাঠ্য শিক্ষার পাশাপাশি তাদেরকে মানবিক মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্বও রয়েছে আমাদের উপর। তাই বাচ্চাদের প্রতি আমাদের সচেতনতা ও দায়িত্ব বাড়াতে হবে। আজকের শিশুরাই আমাদের আগামীর সোনার বাংলাদেশ গড়ে তুলবেন।

জাগরণ শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি ও জাগরণ একাডেমির চেয়ারম্যান মো. আলমগীর হোসেন সভাপতির হিসেবে উপস্থিত হয়ে বলেন, আমাদের প্রধান লক্ষ হচ্ছে শিশুদের আগামী বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত করা। তাই আমরা সবসময় চেষ্টা করি একাডেমিক শিক্ষার পাশাপাশি শিশুদের এক্সটা কারিকুলামের সাথে সম্পৃক্ত করার। এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাচ্চাদের প্রতিটি ভালো কাজের প্রতি উৎসাহিত করুন। তাদেরকে অনুপ্রেরিত করে এমন কাজকে ছোট করে না দেখার অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইনভিশন গ্রুপের চেয়ারম্যান আসলাম আহমেদ, আল নুর জুয়েলার্সের স্বত্বাধিকারী ওয়াহিদুজ্জামান, দ্যা ডেইলি ইভিনিং নিউজের সম্পাদক এবি এম সেলিম আহমেদ, খন্দকার কর্পোরেশনের স্বত্বাধিকারী মো. বোরহান উদ্দিন।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন, জাগরণ শিক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান গণি শুভ্র।

অনুষ্ঠানটিতে ইভেন্ট পার্টনার হিসেবে ছিলো কাজী ইপক্সি।