ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

করোনা জয় করলেন অভিষেক বচ্চন

ডেস্ক রিপোর্ট:
আগস্ট ৯, ২০২০ ৩:৪৬ পূর্বাহ্ণ । ২৭৭ জন
Link Copied!
স্বাধীন বিডি.কম পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

করোনামুক্ত হলেন অভিষেক বচ্চন। শনিবার (৮ আগস্ট) দুপুরে টুইট একাউন্টে এ খবর জানিয়েছেন অভিষেক নিজেই।

তিনি টুইটে লেখেন, আজ দুপুরে আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমি বলেছিলাম তোমাদের আমি করোনাকে হারিয়ে দেব। আমি পেরেছি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রার্থনার জন্য। আমার এবং আমার পুরো পরিবারের জন্য তোমরা ভালোবাসা দিয়েছ।’

এর আগে গত ১১ জুলাই করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ বচ্চন। তার কয়েক ঘণ্টা পরই করোনা নিয়ে হাসপাতালে যান অভিষেক। পরদিন করোনা রিপোর্ট পজিটিভ আসে ঐশ্বরিয়া রাই ও তার মেয়ে আরাধ্যারও। প্রথমে বাড়িতে বসে চিকিৎসা নিলেও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাদের দুজনকেও হাসপাতালে আনা হয়।

এরই মধ্যে করোনা জয় করে ঘরে ফিরেছেন ঐশ্বরিয়া, আরাধ্যা ও অমিতাভ। এবার করোনা থেকে মুক্ত হয়ে বাড়ি যাচ্ছেন অভিষেকও।