ঢাকারবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ১ম পর্ব

ডেস্ক রিপোর্ট:
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ । ৪৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকার নিকটে অবস্থিত গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানার তুরাগ তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দান।৩১ শে জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ২০২৫ সালের পবিত্র ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব,৩১,১,এবং রবিবার ২ ফেব্রুয়ারী আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ১ম পর্ব।লাখো মুসল্লীর ঢলে মুখরিত বিশ্ব ইজতেমা ময়দান।প্রতিবছর  বিশ্ব ইজতেমা এলেই গাজীপুরের টঙ্গী ও আশপাশের প্রতিটি এলাকা মুসল্লী দ্বারা ভরপুর থাকে। ৫৮ তম বিশ্ব ইজতেমার ১ম পর্ব সফল ও স্বার্থক করতে  বাংলাদেশ পুলিশের সাড়ে ছয় হাজার পুলিশ নিয়োজিত রয়েছে, প্রশাসনের সকল বিভাগ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে শুরু থেকেই নেয়া হয়েছিল করা নিরাপত্তা ব্যবস্থা।
যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ঢাকার বিভিন্ন সম্মুখ পয়েন্ট সহ গাজীপুরের টঙ্গী এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো কড়া নিরাপত্তা দিয়েছেন।বিভিন্ন হেলথকেয়ার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র গুলো মুসল্লীদের বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন।তাছাড়া ইজতেমা কে ঘিরে বিভিন্ন মার্কেটে মুসল্লীদের কেনাকাটা লক্ষ্য করা যায়।
আখেরী মোনাজাত পাঠ করেন মাওলানা জুবায়ের রহমান।আবহাওয়া নিন্মচাপ ও শৈত্য প্রবাহের ভিতর সকল মুসলিম উম্মাহের শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ  দোয়া পাঠ করা হয়, আমিন, আমিন শব্দে মুখরিত হয় বিশ্ব ইজতেমা ময়দান সহ চারপাশ। মাওলানা জুবায়ের পন্থী অনুসারীরা বিশ্ব ইজতেমা ১ম পর্বে অংশ গ্রহণ করে কেউ কেউ চিল্লাতে যাচ্ছেন,তাবলীগে যাচ্ছেন এবং অসংখ্য মুসল্লীরা নিজ বাড়ি ফিরছেন।
আগামীকাল ৩ ফেব্রুয়ারী শুরু হবে ৫৮ তম বিশ্ব ইজতেমার মাওলানা সাদ পন্থী অনুসারীদের ২য় পর্ব,৩,৪,এবং ৫ই ফেব্রুয়ারী আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ২য় পর্ব।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সদা জাগ্রত হয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যাতে করে শান্তিপূর্ণ ভাবে সফল ও স্বার্থক হয় বিশ্ব ইজতেমা।রবিবার বিকাল ৪ টার মধ্যে ১ম পর্বের মুসল্লীদের মাঠ ছাড়ার নির্দেশনা রয়েছে বলে ও জানা যায়।