ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

তুরাগের চাঞ্চল্যকর শুভ হত্যা মামলার আসামিকে ব্যবহৃত ছুরিসহ গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ

এইচ এম মাহমুদ হাসান
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ । ৭৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর তুরাগে চাঞ্চল্যকর ফারদিন শাহরিয়ার শুভ হত্যা মামলার রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডের সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মো. রিয়াজ (২৪)। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ৯:০০ ঘটিকায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

তুরাগ থানা সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে গত ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেলে তুরাগের রানাভোলা সিরাজ মার্কেটের সামনে ফারদিন শাহরিয়ার শুভকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রিয়াজ। পরে গুরুতর আহত শুভকে উত্তরার একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে রিয়াজকে আসামি করে তুরাগ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

এ বিষয়ে ডিএমপি তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাহাৎ খান জানান,

মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকারী রিয়াজের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে গতকাল রাতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কেথুরি বাজার এলাকায় রামগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে রিয়াজকে গ্রেফতার করা হয়। ঘটনার দিন সে পূর্বশত্রুতার জের ধরে ভিকটিম ফারদিন শাহরিয়ার শুভকে ধারালো ছুরি দ্বারা আঘাত করে খুন করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।