বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরখান পূর্ব থানা অংশের উদ্যোগে ৭ই ফেব্রুয়ারি শুক্রবার জুম্মার নামাজ শেষে বিকাল ২:৩০ ঘটিকায় উত্তরখান হযরত শাহ্ কবির (রহ.) মাজার প্রাঙ্গণে এ বিশাল কর্মী সন্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সম্মানীত আমীর মুহতারাম মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়বে আমীর মুহতারাম আবদুর রহমান মুসা, এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব নাজিম উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও উত্তরা পূর্ব জোনের পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও উত্তরখান পূর্ব থানা এলাকার আমীর মো: ইসরাইল হোসেন, সঞ্চালনায় ছিলেন উত্তরখান পূর্ব থান এলাকার সেক্রেটারী মো: সামছুল কবির বাহার।
এ ছাড়াও ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য এবং উত্তরা পূর্ব ও পশ্চিম জোনের বিভিন্ন থানা আমীরবৃন্দ, উত্তরখান পূর্ব থানা শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, ওয়ার্ড সভাপতিসহ বিপুল সংখ্যক কর্মী, সুধী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
কর্মী সম্মেলন উদ্বোধন করেন ‘২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ আমীরুল ইসলামের মামা হারুন অর রশীদ।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসীবাদের বিদায় এবং নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে; তাই এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ এবং অবক্ষয়মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।
প্রধান অতিথির বক্তব্য শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদেরকে সম্মাননা স্মারক,ও নগদ অর্থ, উপহার সামগ্রী প্রদান করা হয়। সাইমুম শিল্পীগোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে কর্মী সম্মেলনের কার্যক্রম সমাপ্তি করা হয়।