নিজস্ব প্রতিবেদক ঃ
৪৬/নওগাঁ ০১ পোরশা, সাপাহার ও নিয়ামতপুর বাংলাদেশ মুক্তিজোট এর পক্ষ থেকে এমপি পদপ্রার্থী এম.এম মাসুদ রানা (রুবেল) বাংলাদেশ মুক্তিজোট পক্ষ থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ মুক্তিজোট আহবায়ক ঢাকা মহানগর উত্তর শাখা – বাংলাদেশ শ্রমিক মুক্তিজোট দল নিয়ামতপুর উপজেলার সভাপতি ও মোঃ বজলুর রশিদ সদস্য সচিব জেলা মুক্তিজোট নওগাঁ সহ
নওগাঁ-১ মুক্তিজোট ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকগণের পক্ষ থেকে ইতোমধ্যে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নওগাঁ ১ আসনের একজন ভোটার মোঃ সোহেল মিয়া জানান মোঃ মাসুদ রানা রুবেল সাহেব একজন ভালো মনের মানুষ, ওনি যদি নওগাঁ ১ আসন থেকে নির্বাচিত হন তাহলে সাধারণ মানুষের জন্য অনেক ভালো হবে।
নওগাঁ ১ আসনের আরেকজন ভোটার মেহেদী হাসানের সাথে কথা বললে তিনি জানান মাসুদ রানা রুবেল দীর্ঘদিন যাবত বাংলাদেশ মুক্তিযোট সংগঠনের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন। আমরা চাই ওনার মত একজন ব্যক্তি এই আসনের দায়িত্ব পাক। আমরা ইতিমধ্যে ওনার পক্ষ থেকে এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি।
নওগাঁ ১ পোরশা সাপাহার ও নিয়ামতপুরের বাংলাদেশ মুক্তিজোটের এমপি পদপ্রার্থী এম এম মাসুদ রানা রুবেল বলেন আমি দীর্ঘদিন যাবত বাংলাদেশ মুক্তিযোট সংগঠনের সাথে জড়িত আছি, আমি নওগাঁ ১ আসনের পোরশা, সাপাহার ও নিয়ামতপুর বাংলাদেশ মুক্তিজোট এর পক্ষ থেকে এমপি পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। আমি নওগাঁ ১ আসন কে একটি স্মার্ট ও পরিছন্ন আসন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।