ঢাকাবৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আহ্বায়ক কমিটি ঘোষনায় শ্রীপুরে আনন্দ মিছিল

ডেস্ক রিপোর্ট:
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ । ৩৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:  গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আংশিক আহ্বায়ক কমিটিতে ফজলুল হক মিলনকে আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ—স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে এক নাম্বার যুগ্ম আহ্বায়ক, শাহ রিয়াজুল হান্নানকে যুগ্ম আহ্বায়ক এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্য সচিব নির্বাচিত করায়, মশিউর রহমান খান টিটু ভাইয়ের নেতৃত্বে শ্রীপুরের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেছে শ্রীপুর উপজেলা বিএনপি ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি)বেলা ১১:০০ টার সময় শ্রীপুর রেলগেট থেকে টেংরা মোড় হয়ে পৌর কার্যালয়ের সামনে মিছিল ও পথসভা শেষ করে, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করে।

এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাঁইয়া, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ—সভাপতি হুমায়ুন কবির সরাকার, শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মুনসুর মন্ডল, কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ—সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহীন আহমেদ মোমতাজী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম খোকন, শ্রীপুর পৌর বিএনপির সহ—সভাপতি সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু জাফর সরকার, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সম্পাদক কায়সার মৃধা খোকন,
শাহনুর সরকার রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক, হুমায়ন কবীর, বরমী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক, মাসুদ সরকার জেলা বিএনপি নেতা,শাহজাহান মোড়ল,সাবেক সাধারণ সম্পাদক তেলিহাটি ইউনিয়ন বিএনপি, এডভোকেট মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক গাজীপুর ইউনিয়ন বিএনপি,

বদিউল আলম সবুজ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গাজীপুর ইউনিয়ন বিএনপি,

রানা ছাত্রনেতা, হেলাল প্রধান, আহ্বায়ক শ্রীপুর উপজেলা জাসাস,জিয়া, মাসুদ,
শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব এস আলমসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

সোমবার ( ১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে সংশোধিত আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। সংশোধিত আংশিক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহ্বায়ক ফজলুল হক মিলন, এক নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এবং সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

অনুমোদিত পুনর্গঠিত আংশিক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে তিনটি নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো জেলাধীন উপজেলা, থানা ও পৌর কমিটি অনুমোদন দিতে হলে আহ্বায়ক, এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে অনুমোদন দিতে হবে। আগামী ৭ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে।

আগামী ৯০ দিনের মধ্যে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, জেলার সর্ব স্তরের ইউনিটসমূহে সম্মেলন ও কাউন্সিল শেষ করা পর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল করতে হবে।