শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-
গাজীপুরের শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, প্রেমিক আতিকুর পলাতক।
গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাংলা বাজার এলাকায় তাইজুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রেমিক আতিকুর কাওরাইদ ইউনিয়নের বাংলা বাজার (বাংলা মোড়) এলাকার তাইজুদ্দিনের ছেলে। একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মোঃ সলিমুদ্দিনের মেয়ে সাথী আক্তার (১৭) বিগত এক বছর যাবত প্রেমের সম্পর্ক এতঃপর বিভিন্ন পার্কে ও রিসোর্টে গিয়ে শারীরিক সম্পর্ক করার পর গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বিয়ের করার প্রতিশ্রুতি দিয়ে সাথীকে বাড়িতে আনে আতিকুল। সাথীকে বাড়িতে এনে প্রেমিক আতিকুল উধাও। সাথী বিয়ের দাবিতে অনশনে বসেন । বিয়ে না করিয়ে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভয়-ভীতি দেখিয়ে সাথীকে বাড়ি থেকে বের করে দেয় প্রেমিকের বাবা তাইজুদ্দিন সহ আরো অনেকেই। এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা চলছে।
এবিষয়ে আতিকুর এর বাবা তাইজুদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
কাওরাইদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমিনুল কাদের বলেন, ঘটনার বিষয়টি শুনেছি, মেয়ে ছেলের বাড়িতে অবস্থান করেছিল পরবর্তীতে বিষ খাওয়ার কথা শুনেছি, বিস্তারিত পরে জানাতে পারব।