বিমানবন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিমানবন্দর গোল চত্বর, পার্কিং এরিয়া, ছাপরা মসজিদ, রেল স্টেশন, কাওলা সহ অন্যান্য এলাকা থেকে বিদেশগামী বিভিন্ন যাত্রী, পথচারীদের নিকট মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা কালে ০৬ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কৃত আসামিরা হলেন ১। ইসমাইল হোসেন (৩২), পিতা-মৃত আসাদ মিয়া, গ্রাম: বিনন্দ চত্বর, থানা: বকশীগঞ্জ, জেলা জামালপুর, ২। সাইদুল ইসলাম (৩২) পিতা আব্দুল মজিদ, গ্রাম: বাদুতলা, থানা: রাজপুর, জেলা: ঝালকাঠি, ৩। আরিফ হোসেন (২৩), পিতা: আলমগীর, গ্রাম: বেলু মিয়া, থানা: ভোলা সদর, জেলা: ভোলা, ৪। শামীম হোসেন (১৮), পিতা: কাদের , গ্রাম: আজুগরা, থানা: বেলকুচি, জেলা: পিরোজপুর, ৫। জনি মোল্লা (৩২), পিতা: অলি মোল্লা , গ্রাম: গোপীনাথপুর, থানা: গোপালগঞ্জ সদর, জেলা গোপালগঞ্জ, ৬। রানা (২১, পিতা: কামাল, (বিমানবন্দর রেলওয়ে স্টেশন ভাসমান)।
গ্রেফতারকৃত ছিনতাইকারীদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সিভিল এভিয়েশন এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে (ক্যাব কোটে) প্রেরণ করা হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শুনানি করে যথাক্রমে আসামী ১। ইসমাইল হোসেন (৩২) কে ১৫ দিনের কারাদণ্ড ২। সাইদুল ইসলাম (৩২) কে ০৭ দিনের কারাদণ্ড,৩। আরিফ হোসেন (২৩) কে ০৭ দিনের কারাদণ্ড, ৪। শামীম হোসেন (১৮) কে ০১ মাসের কারাদণ্ড, ৫। জনি মোল্লা (৩২) কে ১৫ দিনের কারাদণ্ড, ৬। রানা (২১) কে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।সাজা প্রাপ্ত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য থানা এলাকার বিশেষ বিশেষ স্থানে অফিসার ও ফোর্স মোতায়নপূর্বক জান মাল হেফাজত করছি। একজন মানুষও যাতে দুর্ঘটনার শিকার না হয়, সেই লক্ষ্যে কাজ করছি। আমাদের বিমানবন্দর থানা এলাকায় অভিযান চলমান আছে।