উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন করেছে। দেশের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সেক্টর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে বিভিন্ন সংগঠন অংশগ্রহণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের অঙ্গীকারবদ্ধ থাকতে হবে এবং নিজ ভাষার চর্চা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ দিবস ও মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং উপস্থিত সবাইকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়।