উত্তরা সংবাদ দাতা : বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের এক নতুন যুগের সূচনার লক্ষ্যে
উত্তরায় টিকেও বক্সিং একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এটি উত্তরা ১৫ নং সেক্টর দিয়াবাড়ি বটতলায় মনোরম পরিবেশে অবস্থিত।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য লোকজন ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ক্রীড়া প্রেমিকরা উপস্থিত ছিলেন।
মোঃ রাকিব হোসেন ও রাকিব আহমেদ নামে দুইজন প্রতিযোগির প্রতিদ্বন্দিতার মধ্য দিয়ে প্রথম বক্সিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
প্রতিদ্বন্দ্বিতা শেষে প্রতিযোগিদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আদনান হারুন।
দুপুর ২ টায় প্রতিষ্ঠানের সফলতা ও মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।
আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ (শুক্রবার) বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে TKO Boxing Academy-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে। পূর্বে Xcel TKO Boxing Club নামে পরিচিত এই প্রতিষ্ঠানটি এখন লন্ডনের বিখ্যাত TKO Boxing Club-এর অফিসিয়াল ব্রাহ্ম হিসেবে আত্মপ্রকাশ করছে। এটি হবে দেশের বক্সিং ও মুযাখাই অ্যাথলেটদের প্রশিক্ষণ ও পারফরম্যান্স উন্নয়নের প্রধান কেন্দ্র।
TKO Boxing Club থেকে ইতোমধ্যেই ABF চ্যাম্পিয়ন সুরা কৃষ্ণ চাকমা, WBC এশিয়া চ্যাম্পিয়ন উৎসব এবং মোহাম্মদ আল আমিন আহমেদ-এর মতো তারকা বক্সার তৈরি হয়েছে, যারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে গর্বিত করেছে। TKO Boxing Academy-এর যাত্রা শুরু হওয়ার সাথে সাথে নতুন প্রতিভা গড়ে তোলার পাশাপাশি, পেশাদার কমব্যাট স্পোর্টসকে আরো একধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই উদ্বোধন এমন এক সময়ে হচ্ছে যখন PCSAB (Professional Combative Sports Alliance Bangladesh) আনুষ্ঠানিকভাবে WBC Muaythai Bangladesh হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।
একাডেমির নেতৃবৃন্দরা মনে করেন এই একাডেমি আগামী দিনের বক্সিং ও মুযাখাই চ্যাম্পিয়নদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেবে।
এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট & প্রোমোশন্স এর চেয়ারম্যান আদনান হারুন বলেন,
TKO Boxing Academy শুধুমাত্র একটি জিম নয়-এটি একটি প্রতিযোগিতামূলক প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে নতুন প্রজন্মের বিশ্বমানের অ্যাথলেট তৈরি হবে এবং বাংলাদেশের নাম আন্তর্জাতিক ফাইট কমিউনিটিতে আরও উজ্জ্বল করবে।