পবিত্র রমজানের কল্যাণে যখন সারা বিশ্বে মানবতার আলো ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদের এলাকার কৃতী সন্তান, বাহরাইন প্রবাসী শেখ সোহেল। অসহায় এক বৃদ্ধাকে শুধু আশ্রয় নয়, ইফতারের ব্যবস্থাও করে দিলেন এই উদার হৃদয়ের মানুষটি।কাওরাইদের বেলদিয়া এলাকার বিধবা সুফিয়া খাতুনের জীবন এক করুণ গল্প। কবরের পাশেই ছাপড়া বেড়া দিয়ে কোনোরকমে বসবাস করতেন তিনি। জীর্ণ-শীর্ণ টিনের চাল, বর্ষাকালে যেখানে বৃষ্টির পানি গড়িয়ে পড়ে, প্রতিটি রাত যেখানে কাটত আতঙ্ক আর অনিশ্চয়তায়।একদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধা সুফিয়া খাতুনের দুর্দশার কথা উঠে আসে। এই পোস্ট চোখে পড়ে প্রবাসী শেখ সোহেলের। মায়ের মমতায় আপ্লুত হয়ে তিনি সিদ্ধান্ত নেন— এই অসহায় বৃদ্ধার কষ্ট তিনি কমাবেন।প্রবাসে থেকেও মাতৃভূমির জন্য ভালোবাসার প্রমাণ রাখলেন সোহেল। তিনি সুফিয়া খাতুনের জন্য একটি ঘর তৈরির ব্যবস্থা করেন। ঘরের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, নির্মাণ খরচ এবং ইফতার সামগ্রী পাঠিয়ে দেন। শুধু তাই নয়, তিনি নিশ্চিত করেছেন যেন সুফিয়া খাতুন আর কখনো অনাহারে না থাকেন।
এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। এক প্রতিবেশী আবেগাপ্লুত হয়ে বলেন, “এমন মানুষ আজকাল বিরল। শেখ সোহেলের মতো মহান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন, তাহলে অসহায় মানুষদের দুঃখ অনেকটাই কমবে।এছাড়াও প্রবাসে থেকেও প্রায় সময় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ত থাকেন শেখ সোহেল। শীতের সময় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ,অসুস্থদের চিকিৎসার ব্যাবস্থা করে দেওয়া, পঙ্গুত্বদের মাঝে হুইলচেয়ার বিতরণ, মাদ্রাসায় ফুল-ফলের বাগান,যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা সামগ্রী বিতরণসহ অসংখ্য মানবিক কাজ করে বেশ সুনাম অর্জন করেছেন।পবিত্র রমজানে শেখ সোহেলের এই উপহার শুধু একটি ঘর নয়, এটি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের বিত্তবানদের জন্য এক অনুপ্রেরণা। রমজানের শিক্ষা হলো সহমর্মিতা, দানশীলতা এবং মানবপ্রেম— আর ঠিক সেই শিক্ষাই বাস্তবে রূপ দিলেন প্রবাসী শেখ সোহেল।